Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের উদ্দীপনার পুরস্কার বাংলাদেশকে দেওয়া উচিতঃ আমলা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


গতকাল বৃহস্পতিবার নটিংহ্যামে অস্ট্রেলিয়ার ৩৮২ রানের জবাব দিতে নেমে শেষ পর্যন্ত লড়াই করে ৩৩৩ রান করে মাঠ ছাড়েন টাইগাররা। এতে ৪৮ রানে হারলেও বাংলাদেশের লড়াকু মনোভাব বিমুগ্ধ করেছে দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলাকে।

আর সেই কারনেই চলতি ক্রিকেট বিশ্বকাপের উদ্দীপনার পুরস্কার বাংলাদেশের হাতে দেখতে চান তিনি।।

নিজের ভেরিফাই  ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এমন ইচ্ছা পোষণ করেন এই প্রোটিয়া ওপেনার। সেইসঙ্গে মুশফিক-সাকিবদের প্রশংসায় ভেজান তিনি। 

পোস্টে হাশিম আমলা লেখেন, দারুণ খেলেছে বাংলাদেশ। তাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্দীপনার পুরস্কার দেওয়া উচিত। শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াইয়ের অসাধারণ প্রচেষ্টা দেখিয়েছে তারা। এতে টাইগারদের সেমিফাইনালে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। হাতে থাকা বাকি তিন ম্যাচের সবকটিতেই জিততে হবে তাদের। পাশাপাশি নজর রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলের ওপর।

Bootstrap Image Preview