Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মসজিদ পরিদর্শনে গিয়ে ইটের সঙ্গে ধাক্কা খেয়ে আহত এমপি বেনজীর

ধামরাই প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview


ঢাকার ধামরাইয়ে একটি নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে গিয়ে ইটের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ।

শুক্রবার দুপুরে তিনি ধামরাইয়ের ওয়াইল ইউনিয়নের চরসংঘর এলাকায় মসজিদ ও মাদরাসার উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ধামরাইয়ের ওয়াইল ইউনিয়নের চরসংঘর এলাকায় মসজিদ ও মাদরাসার উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন বেনজীর আহমদ। পরিদর্শনের শেষ মুহূর্তে নির্মাণাধীন ভবনের পড়ে থাকা ইটের সঙ্গে পায়ে ধাক্কা লেগে তিনি আহত হন। পরে তাকে সাভারের একটি স্থানীয় হাসপাতালে প্রাথামিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বর্তমানে সংসদ সদস্য বেনজীর আহমদ সুস্থ রয়েছেন। ইটের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে তিনি হাতে, পায়ে ও মুখে আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বিশ্রামের জন্য বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview