Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে ব্যবসায় সমৃদ্ধ নগর চেম্বারের নির্বাচন আগামীকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৬:৪৭ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


ব্যবসায় সমৃদ্ধ নগর ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। 

এবারের নির্বাচনে ১ হাজার ৩শ ২৫ জন চেম্বার সদস্য তাদের ভোট প্রয়োগ করে সভাপতি, সিনিয়র সহ - সভাপতি, সহ- সভাপতিসহ ১৮ জন পরিচালক নির্বাচিত করবে। তবে সহযোগী ক্যাটাগরীতে ৪ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দিতায় ইতিমধ্যই নির্বাচিত হয়ে গেছেন।

অন্য তিনটি বড় পদের সাথে বাকী ১৪ টি পরিচালক পদে আজ ভোটগ্রহন হবে। গত শুক্রবার নির্বাচনী প্রচারনা শেষ হয়েছে।

এবারের চেম্বার নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থীরা হলো বর্তমান সভাপতি আলহাজ্জ মোঃ আবদুল্লাহ - আল মামুন, সাবেক সভাপতি আলহাজ্জ মোঃ হুমায়ূন কবির ও বর্তমান সহ-সভাপতি আর এ মারুকী শাহীন।

সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন ও আতাউর রহমান কামাল। সহ- সভাপতি পদে প্রার্থী হলো মোঃ জাহিদুল হক জাবেদ, মোস্তাফিজুর রহমান মানিক, কাউছার খন্দকার ও মনির হোসেন।

জানা যায়, এবারের নির্বাচনটির প্রচারনা বেশ জমজমাট হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সাড়া ফেলেছে ব্যবসায়ী ভোটারদের মাঝে। তবে অন্যসব পদগুলি বাদে সভাপতি পদ নিয়ে ভোটারদের মধ্য আলোচনা-সমালোচনার শেষ নেই। সবার দৃষ্টি এখন, কে হচ্ছেন ভৈরব চেম্বারের সভাপতি।

ভৈরব চেম্বারটি অরাজনৈতিক একটি সংগঠন হলেও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আলহাজ্জ মোঃ হুমায়ূন কবিরকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। তার পক্ষে স্হানীয় আওয়ামী লীগসহ দলের অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রচারনা চালিয়েছেন ব্যাপকভাবে।

অপরদিকে আলহাজ্জ আবদুল্লাহ - আল মামুন উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি ছিলেন। তিনি দুই মেয়াদেই সভাপতির দায়িত্ব পালন করছেন। গত মেয়াদে হুমায়ূনকে সামান্য ভোটে পরাজিত করে মামুন সভাপতি পদে বিজয়ী হয়েছিলেন।

তবে গত মেয়াদে হুমায়ূনকে আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেয়া না হলেও এবার সমর্থন দেয়ার কারনে তিনি ইতিবাচকভাবে প্রচারনা চালিয়েছেন। অপরদিকে মামুন দলীয় সমর্থন না পেলেও তিনি এখনও যুবলীগ নেতা। তাই মামুনও প্রত্যাশা করছেন দলীয় ভোট তিনিও পাবেন।

প্রসঙ্গত, সারাদেশের ৬৪ টি জেলায় চেম্বার সংগঠন থাকলেও ভৈরব ছাড়া দেশের আর কোন উপজেলায় চেম্বার সংগঠন নেই। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহযোগীতায় ভৈরব চেম্বারটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

তাই দেশের প্রতিটি জেলার মত বন্দরনগরী ভৈরব চেম্বারটি অনেক গুরুত্ব বহন করে। বিশেষ করে স্হানীয় ব্যবসায়ীদের নানা সমস্যা, উন্নয়ন, দাবী নিয়ে সংগঠনটি দীর্ঘদিন যাবত কাজ করছে। বিগত দিনের নির্বাচনগুলিতে এবারের মত জমজমাট নির্বাচন আর হয়নি। প্রার্থীরা গত ২০ দিন যাবত একটানা বিরামহীনভাবে প্রচারনা চালিয়েছেন।

Bootstrap Image Preview