Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পবিত্র কুরআন এবং মহানবী (স‍া.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য: জুলাইয়ে সেফাতুল্লাহর শুনানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ২২ জুন ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পবিত্র কুরআন অবমাননাকারী এবং মহানবী হযরত মুহাম্মদকে (স‍া.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী সেফাতুল্লাহর বিরুদ্ধে করা মামলার শুনানি জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পবিত্র কুরআন অবমাননায় তার ‍বিরুদ্ধে অস্ট্রিয়ার ভিয়েরনার এক আদালতে মামলাটি করেছিলেন এশিয়ান কালচারাল কমিউনিটির চেয়ারম্যান এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটির ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিলের সদস্য ইঞ্জিনিয়ার এম এ হাসিম।

বুধবার (১৯ জুন) রাজধানী ভিয়েনা মুসলিম সেন্টারে বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মামলার বাদী এম এ হাসিম এই কথা বলেন।

তিনি জানান, অস্ট্রিয়া প্রবাসী সেফাতুল্লাহর বিরুদ্ধে এপ্রিলের শেষে স্থানীয় পুলিশ প্রশাসন এবং আদালতে মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে এই মামলার অগ্রগতির ব্যাপারে যোগাযোগ করা হলে পুলিশ প্রশাসন মামলার সময় সেফাতাল্লাহর নথি এবং ভিডিও আদালতে দেওয়া হয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আদালতে সেফাতুল্লাহর শাস্তির আবেদন করবেন। এমতাবস্থায় আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে মামলার শুনানি ধার্য করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এশিয়ান কালচারাল কমিউনিটির ভাইস চেয়ারম্যান মাহেরুল হক শামীম, ইন্দোনেশিয়ান কমিউনিটির লিডার এ এইচ জুনরিশাহ, তুর্কমনে, এম বাইসাল, আফগান কমিউনিটির নাসারি, আকরাম বাউজা এবং মসজিদুল ফালাহর ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, বিতর্কিত সেফাতুল্লাহ সেফু গত ১৭ এপ্রিল ফেসবুক লাইভে পবিত্র কুরআন ছিড়েন এবং ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদকে সা. কে নিয়ে বাজে মন্তব্য করেন। এই ভিডিও দেখে ভিয়েনার মুসলিম সমাজের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। এরপরই তার বিরুদ্ধে মামলা করা হয়।

Bootstrap Image Preview