Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেট  প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ২২ জুন ২০১৯, ০৮:৪৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শাম্মি  আক্তার (৮) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রামাইচক গ্রামের অটোচালক মাসুক মিয়ার মেয়ে। 

শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে এই  দুর্ঘটনাটি ঘটে।

মাসুক মিয়া বলেন,  আমাদের চার সন্তানের মধ্যে শাম্মি তৃতীয়। সাতার শিখেনি। শনিবার দুপুরে পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় সে।

পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।

এই বিষয়ে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

Bootstrap Image Preview