কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিয়ের এক সপ্তাহ না যেতেই এক নববধূ প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেছেন। বুধবার সন্ধ্যায় চাকির পশার ইউপির ভাটিটারি গ্রামে এঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাটিটারি গ্রামের হোসেন আলীর মাদ্রাসা পড়ুয়া কন্যা লাকি আক্তারের (১৮) সঙ্গে এক সপ্তাহ পূর্বে সদর ইউপির দূর্গারাম গ্রামের বাসিন্দা আবু হোসেন আলীর পুত্র রিপন আহমেদ (২৩) এর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু লাকি আক্তার তার পূর্বের প্রেমিক রাজারহাট সদর ইউপির কিশামত পুনকর গ্রামের আব্দুল আউয়ালের পুত্র রিদয় আহমেদ (২৪) এর হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।
এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রাজারহাট উপজেলার তিনটি পরিবারের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।