Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রাণের এমডি আহসান চৌধুরীকে গ্রেফতারে পরোয়ানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রাণের এমডি আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ রবিবার দুপুরে নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে করা মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট এ পরোয়ানা জারি করেন।

এর আগে, প্রাণের ঘি, লাচ্ছা সেমাই, হলুদগুড়াসহ নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই ধার্য করা হয়।

এদিকে, মামলার আজকের শুনানির সময় সিইও আহসান খান উপস্থিত ছিলেন না। তার আইনজীবীরা জানান, তিনি অসুস্থ, তাই আদালতে হাজির হতে পারেন নি। তবো আদালত এ বক্তব্য আমলে নেন নি।

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশের পরও বাজার থেকে সরিয়ে না নেওয়ায় গত ২২ মে প্রাণসহ মানহীন ৫২টি পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview