Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘুমের চাইতে নামাজ উত্তম: প্রতিমন্ত্রী পলক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৬:১৫ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৬:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ফরজ করা হয়েছে। দৈনিক পাঁচবার মুসলমানদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। অর্থাৎ মসজিদ থেকে আজান দেয়া হয়।

পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফযরের নামাজের আযানে একটু ব্যতিক্রম আছে। আর তা হলো এই যে আজানের শেষভাগে ‘হাইয়া আলাল ফালাহ’ দুই বার বলার পরে ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ অর্থাৎ ঘুম থেকে নামাজ উত্তম বাক্যটি দুই বার বলতে হয়। এর পর যথারীতি ‘আল্লাহু আকবার’, ‘আল্লাহু আকবার’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে আযার শেষ করতে হয়।

এদিকে নামাজ পড়া নিয়ে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

রবিবার ভোর ৫টার দিকে তিনি তার ফেসবুকে লেখেন ‘ঘুমের চাইতে নামাজ উত্তম’। এরপর তার এ স্ট্যাটাসে লাইক ,কমেন্ট আর প্রশংসায় বন্যা বয়ে যায়।

Bootstrap Image Preview