পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নের প্রাথমিক পর্যায়ে সাধারণত বৈষম্য বাড়ে এবং পরবর্তীতে উন্নয়নের সঙ্গে সঙ্গে এটি কমে যায়। সমাজে বৈষম্য বেড়ে যাওয়া প্রসঙ্গে এসব কথা বলেন মন্ত্রী।
আজ (২৩ জুন) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হয়েছে। তারা এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, দেশে চরম দারিদ্রের মধ্যে বসবাসকারীর সংখ্যা ৫০-৬০ লাখের বেশি হবে না।
মন্ত্রী বলেন, দরিদ্রতা এমন একটি ইস্যু, যে এটি ১০০ বা ২০০ দিনে দূর করা যাবে না। তবে, তার সরকার এটি নিয়ে কাজ করছে এবং সঠিক পথে আছে বলেও দাবি করেন তিনি।