Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোশ্যাল সাইটে অভিনেতা ভিক্টর ব্যানার্জির মৃত্যুর গুজব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview


তারকাদের মৃত্যুর গুজব নতুন নয়। সেই তালিকায় এবার যুক্ত হলেন ভারতীয় বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি।

রবিবার হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজে ভিক্টর ব্যানার্জির মৃত্যু খবর শেয়ার করা হয়। সেখানে লেখা হয় 'অভিনেতা ভিক্টর ব্যানার্জি আর নেই’। কিন্তু খবরটি ছিল পুরোপুরি গুজব। খোঁজ নিয়ে জানা যায়, এই অভিনেতা সুস্থ আছেন।

বাংলা, হিন্দি ছাড়াও ইংরেজি ও আসামের বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি । তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে দাগ কেটেছে বহুবার। বাঙালি সিনেমা প্রেমিদের কাছে অভিনেতা ভিক্টর আলাদা এক আবেগের নাম।

সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল, রোমান পোলান্সকি, জেমস আইভোরি, স্যর ডেভিড লিন-এর মতো বাঘা বাঘা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন অভিনেতা ভিক্টর।

প্রসঙ্গত, 'দুই পৃথিবী, পিকু, দুসরী দুলহান, প্রতিদান, আক্রোশ, কাল্ল্যুগ, দেবতা, মেহেরজান, জইপুর জংশ সহ আরও অনেক সিনেমায় গুণী এই অভিনেতা অভিনয় করেছেন।'

Bootstrap Image Preview