Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাজউদ্দীন পরিবার নিয়ে নাজমুলের কটূক্তি, শাস্তির দাবিতে কাপাসিয়া উত্তাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও তার পরিবার সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুন) দুপুরে কাপাসিয়া উপজেলায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেদুল আলম সৈকতের পরিচালনায় বাস টার্মিনাল এলাকায় ‘তাজউদ্দীন আহমদ স্মৃতি চত্বরে’ অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আলহাজ আমানত হোসেন খান. উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক মাছুম প্রধান, সেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দরজী প্রমূখ।

এর আগে দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সমাবেশে দলীয় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্র রাজনীতির কুলাঙ্গার নাজমুল আলম সিদ্দিকী স্বাধীনতার কারিগর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কাপাসিয়ার সূর্যসন্তান বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও তার সহধর্মিনী আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী সৈয়দা জোহরা তাজউদ্দীন, ছোট ভাই সাবেক মন্ত্রী আফসার উদ্দীন আহমদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও কাপাসিয়ার বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপত্তিকর মন্তব্য করেছে তা ক্ষমার অযোগ্য।

এ মন্তব্য করে কাপাসিয়া সহ দেশব্যাপী মানুষের মনে চরম আঘাত দিয়েছে। অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান।

Bootstrap Image Preview