Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলিতে আ’লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় হিলিতেও কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

রবিবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০ টায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। এরপর তার নেতৃত্বে উপজেলার এলএসডি গোড়াউন মোড় থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের করে বন্দরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এমদালুল হক চৌধুরি সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।

এসময় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারন সম্পাদ মাহাবুব হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview