Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাত্র ১ জন ছাত্রের জন্য ফের খুলল স্কুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ১২:৫৪ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীর অভাবে দুই বছর আগে বন্ধ করে দেয়া হয়েছিল প্রাথমিক বিদ্যালয়টি। মাত্র একজন ছাত্রকে পড়ানোর জন্য ৭৬ বছরের পুরনো সেই বিদ্যালয় আবার খোলা হয়েছে!

সম্প্রতি ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এ ঘটনা ঘটেছে। ভালাপারাইয়ে চিন্নাকাল্লারে আদি দ্রাবিদার অ্যান্ড ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্থাপিত বিদ্যালয়টি আবারও খোলা হয় এক অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে।

চিন্নাকাল্লারের চা বাগানের কর্মী রাজেশ্বরী তার ছয় বছরের ছেলেকে স্কুলে ভর্তি করাতে চান। কিন্তু নিকটতম স্কুলটিও অনেক দূরে হওয়ায় কী করবেন বুঝতে পারছিলেন না। এ অবস্থায় চা বাগানের মধ্যে অবস্থিত এই প্রাথমিক স্কুলটি খোলার আবেদন জানান তিনি। কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রথম শ্রেণীতে ভর্তি করা হয় রাজেশ্বরীর ছেলেকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম শক্তিভেল জানান, মাত্র একজন হলেও আবারও ছাত্র ভর্তি হওয়ায় খুব খুশি হয়েছেন তিনি। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে এক সময় অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করত। বিগত বছরগুলোতে চা বাগানের কর্মীরা অন্যত্র চলে যাওয়ায় শিক্ষার্থীর অভাব দেখা দেয়।

Bootstrap Image Preview