Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের মাঝে পাঁচ দিনের ছুটি পেলেন মাশরাফিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৯:৫৪ AM
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


গতকাল আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।  আফগানদের বিপক্ষে দুর্দান্ত এই জয়ের পর মাশরাফিদের পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট।

কারণ বাংলাদেশের পরবর্তী ম্যাচ বার্মিংহামে । প্রতিপক্ষ এখনো পর্যন্ত অপরাজিত থাকা ভারত। ম্যাচটি হবে আগামী জুলাই মাসের ২ তারিখ।
 
তাই তো মাঝের ৮ দিনের মধ্যে পাঁচ দিনই ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবারের ম্যাচ শেষে আনুষ্ঠানিক এক বার্তায় এ খবর জানিয়েছেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
 
যেখানে তিনি নিশ্চিত করেছেন আগামী ২৯ জুন পর্যন্ত ছুটিতে থাকবে বাংলাদেশ দলের সদস্যরা। পরে ৩০ জুন থেকে শুরু হবে ভারতের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি। তবে ২৫ তারিখ (মঙ্গলবার) স্থানীয় সময় বেলা ১১টার সময় সাউদাম্পটন থেকে বার্মিংহাম চলে যাবে দল।

Bootstrap Image Preview