Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিনামূল্যে স্কুলড্রেস পেল ধুনটের ৭১ খুদে শিক্ষার্থী

বগুড়া প্রতিনিধি:
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিনামূল্যের স্কুলড্রেস পেয়েছে বগুড়ার ধুনট উপজেলায় প্রাক-প্রাথমিক শ্রেণীর ৭১ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে উক্ত বিদ্যালয়ের ৩৪ জন ছেলে ও ৩৭ জন মেয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের স্কুলড্রেস  বিতরণ করা হয়।

ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষ্ণা রানী সরকার, ফারাহ দীনা ফেরদৌসী, লায়লা ফয়জুন্নাহার, সীমা সাহা, নাছিমা নাহার, মাহমুদা খাতুন, গুলশান আরা, ফজলুল হক, আব্দুল্লাহ আল আজাদ, হাফসা বিনতে হাফিজ ও শুপ্রিয়া রানী চন্দ্র প্রমুখ।

 

Bootstrap Image Preview