Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জটিল সমীকরণ যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৯:৫৫ AM
আপডেট: ২৬ জুন ২০১৯, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা ক্রমেই জটিল হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে খেলার আগে বলা হচ্ছিলো বাকি তিনটা ম্যাচ জিতলেই টাইগারদের সেমিফাইনাল নিশ্চিত হবে।
কিন্তু সেই হিসাব পাল্টিয়ে গিয়েছে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের ওপরও। 

এমন জটিল সমীকরণে  বাংলাদেশের নিচে থাকা শ্রীলঙ্কার পরবর্তী তিন ম্যাচের অন্তত একটি হারতে হবে। আর টাইগারদের থেকে ঠিক ওপরে থাকা ইংল্যান্ডের (চতুর্থ) পরের তিন ম্যাচে অন্তত দুটিতে হারতে হবে।

আগামী ২ ও ৫ জুলাই  ভারত ও পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। এই দুই ম্যাচের একটি জিতলেও সেমিতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে মাশরাফিবাহিনী। তবে ইংলিশদের হারতে হবে তিনটি ম্যাচই। পাকিস্তানকে হারতে হবে অন্তত দুটি ম্যাচ। 

 গতকাল অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হারের ফলে  ৭ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরেই রয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে তারা।অন্যদিকে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৫ নম্বরে।

Bootstrap Image Preview