Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইউটিউবে ঝড় তুলেছেন শোয়েব আখতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ২৬ জুন ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview


চলতি বিশ্বকাপে পাকিস্তান দলের পারফম্যান্স খুব একটা চোখে পড়ার মত নয়। তাই বিশ্বকাপের পরবর্তী ম্যাচ গুলোকে সামনে রেখে সরফরাজ বাহিনীদের  মূল্যবান পরামর্শ দিচ্ছেন পাক  কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। আর এই পরামর্শের মাধ্যম হিসাবে ইউটিউবকে বেছে নিয়েছিলেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। 

খুলেছিলেন নিজস্ব চ্যানেল। ইংল্যান্ড বিশ্বকাপের মধ্যে তা যে এত জনপ্রিয় হবে, তা হয়তো নিজেও বুঝতে পারেননি শোয়েব। কারোর কথায় নিছকই মজার ছলে নিজের ইউটিউব চ্যানেল খুলেন শোয়েব। 

আর সেই চ্যানেলই শুধু হিট নয়, মাত্র ১৩ দিনে ১০ লাখ সাবস্ক্রাইবারের মালিক হয়ে অন্যতম দ্রুততম হয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

এতো অল্প দিনে ইউটিউবে কোনও ভিডিওয়ের মাসিক সাবস্ক্রাইবার দুই লাখের বেশি হওয়াই মুশকিল হয়, সেখানে রাউলপিণ্ডি এক্সপ্রেসের সাফল্যে অবাক হয়েছে খোদ ইউটিউবই।

Bootstrap Image Preview