Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘুমের মধ্যে কুকুর-বিড়ালও স্বপ্ন দেখে, বলছে গবেষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ১০:২৫ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ১০:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন মানুষ সংখ্যায় নিতান্তই কম। তবে মানুষ ঘুমের মধ্যে কেন স্বপ্ন দেখে এ প্রশ্ন অনেকে।

মনোবিদরা বলেন, মানুষের অবচেতনে ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছারই প্রতিফলন হচ্ছে স্বপ্ন। তবে মানুষের স্বপ্ন দেখা স্বাভাবিক। তবে আপনি জেনে অবাক হবেন যে, বিড়াল, কুকুরও স্বপ্ন দেখে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন একদন মার্কিন বিজ্ঞানী। খবর-আনন্দবাজার পত্রিকা।

তবে প্রশ্ন হলো তারা কিসের স্বপ্ন দেখে? দীর্ঘ গবেষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল বিজ্ঞানী দাবি করেছেন, কুকুর কখনোই স্বপ্রজাতিকে নিয়ে স্বপ্ন দেখে না।

মার্কিন গবেষক দলের অন্যতম ড. ডেইরড্রে ব্যারেট বলেন, কুকুর মানুষ ও তার অভিভাবককে নিয়েই স্বপ্ন দেখে। এছাড়া পরিবারকে নিয়ে অনেক ঘনিষ্ঠ মুহূর্তের স্বপ্নও তারা দেখে থাকে।

১৯৬০ সালের থেকে এ বিষয়ে গবেষণা শুরু হয়। ড. ব্যারেট জানান, কুকুর ও বিড়ালের স্বপ্নের মধ্যে পার্থক্য রয়েছে।

তিনি দাবি করেন, বিড়ালের স্বপ্নের মধ্যে মৃত্যুভয় কাজ করে ও শিকারেরও স্বপ্ন দেখে।

ড. ব্যারেট ও তার দলের গবেষকদের এই ব্যাখ্যা অনেকের কাছেই গ্রহণযোগ্য পেয়েছে। তবে এসব নিয়ে বিতর্ক রয়েছে।

তবে যারা বাড়িতে কুকুর ও বিড়াল পোষেন তারা ড. ব্যারেটের এই ব্যাখ্যায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন। এ নিয়ে বিতর্কও কম নেই। তবে যাদের বাড়িতে পোষ্য হিসেবে একটি বা একাধিক কুকুর, বিড়াল রয়েছে, তাদের অনেকেই ড. ব্যারেটের এই ব্যাখ্যায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

Bootstrap Image Preview