Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাবনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ২৭ জুন ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview


পাবনার সুজানগরে চাচা কালাম হোসেনকে (৪৫) ছুরিকাঘাতে খুন করেছে ভাতিজা। অভিযুক্ত ভাতিজা রিপনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে বাড়ির আঙিনায় একটি গাছের সীমানা নির্ধারণ নিয়ে ঝগড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কালাম হোসেন উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিপুর বেতুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। আটক রিপন একই গ্রামের হানিফ হোসেনের ছেলে।

জানা গেছে, বাড়ির আঙিনায় একটি গাছ নিজেদের সীমানায় দাবি করে দুই ভাই কালাম ও হানিফ পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার দিনও ধার্য করা হয়। কিন্তু এরমধ্যে বুধবার রাত ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাতিজা রিপন তার চাচা কালাম হোসেনকে ছুরিকাঘাত করে।

এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, ঘটনার পরপরই ভাতিজা রিপনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview