Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কনস্টেবল নিয়োগে দুর্নীতি এসআই বরখাস্ত, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০১:৪৮ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০১:৪৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অর্থ লেনদেনের অভিযোগে শফিকুর রহমান নামে পুলিশের এক সাব ইন্সপেক্টরকে (এসআই) সাময়িক বরখাস্ত ও এক কনস্টেবলকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) বিকালে মৌলভীবাজার পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত উপপরিদর্শক মো. শফিকুর রহমান মৌলভীবাজার পুলিশ লাইনে এবং কনস্টেবল রনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।’

তিনি বলেন, ‘আটক কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।’

Bootstrap Image Preview