Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরান ব্যতীত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নেই: জারিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি; তাকে বাদ দিয়ে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে না।

গতকাল রাজধানী তেহরানে ‘আফ্রিকা দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জারিফ বলেন, “ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার চিন্তা করছে আমেরিকা কিন্তু তাদের এ চিন্তা চরমভাবে ভুল। কারণ আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরানকে প্রয়োজন, আর ইরানের জন্য দরকার হলো আঞ্চলিক নিরাপত্তা।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “আমেরিকাই এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আঞ্চলিক নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে।” ইরানকে নিশ্চিহ্ন করে দেবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়ার একদিন পর জাওয়াদ জারিফ এসব কথা বললেন। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরাপেরও নিন্দা করেন জাওয়াদ জারিফ।

গত সপ্তাহে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার পর দু দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ড্রোন ভূপাতিত করার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেন এবং শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন।

Bootstrap Image Preview