নয় কোটি টাকা মূল্য মানের বিভিন্ন কোম্পানীর নকল সিগারেট, ব্যান্ডরোল (রাজস্ব স্টীকার) ও সিগারেট তৈরির সরঞ্জাম সহ ১০ জন সিআইডি কর্তৃক গ্রেফতার।
নাটোর জেলাধীন বড়াইগ্রাম থানা এলাকায় কয়েন বাজারে সামির টোবাকো প্রাঃ লিঃ এর নামে একটি প্রতিষ্ঠান সরকারী অনুমোদন ব্যতিত অবৈধভাবে বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট প্রস্তুত করছে। এমন তথ্য উপরে ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র নির্দেশনায়, অতিঃ বিশেষ পুলিশ সুপার মোঃ রাজিব ফরহান এর নেতৃত্বে (সিরিয়াস এন্ড হোমিসাইডাল) অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. হাসান (৩৫) পিতা মৃত. কায়েমুদ্দিন সাং খোছপুর ওয়ার্ড নং-২৯ থানা-মতিহার জেলা-আরএমপি,রাজশাহী,মো. আবু সাইদ (৪২), পিতা মৃত. মজিবর বিশ্বাস সাং বশিন-দিয়া মোড় থানা- কোতায়ালী, জেলা-যশোর, মো. মহসিন মিয়া (৩৫) পিতা মো. মোয়াজ্জেম হোসেন সাং-দোসাইদ,ইউনিয়ন আশুলিয়া ০৩ নং ওয়ার্ড থানা আশুলিয়া জেলা ঢাকা, মো আনোয়ার হোসেন (৪৭) পিতা মৃত. রহিম মোল্লা সাং-জীবনপুর, ১৪ নং ইউপি সটিবাড়ী, ওয়ার্ড নং -২ থানা- মিঠাপুকুর, জেলা-রংপুর, মো. শওকত আলী(৩৪) পিতা মৃত. মনজুর রহমান সাং-বাগসারা-নলদাপাড়া থানা-পবা, জেলা-রাজশাহী, মো. আ. জব্বর (৩৩) পিতা মৃত. ফয়েজ উদ্দিন আহম্মেদ সাং-ডাকমি পাড়া, থানা- শাহমুকদুম আরএমপি, রাজশাহী, মো. জাকারিয়া (৫২) পিতা মো.আ. রহিম সাং কর্নপুর থানা ও জেলা- লালমনিরহাট, মো. শরিফুল ইসলাম (৩৫) পিতা মো. আফজাল হোসেন সাং-আশুধাপ ১৩ নং ইউপি ৬ নং ওয়ার্ড থানা মিঠাপুকুর জেলা-রংপুর, ৯। মো. বকুল মন্ডল (২৮) পিতা মো. কুদ্দুস মন্ডল সাং কাটুর ০৭ নং ইউপি ০৭ নং ওয়ার্ড সাঘাটা জেলা- গাইবান্ধা,মো. হামিদুল ইসলাম(২৯) পিতা মৃত. মহিছ উদ্দিন সাং নলছি ০৭ নং হলদা ইউপি, থানা-সাঘাটা জেলা-গাইবান্ধা।
বিপুল পরিমান নকল সিগারেট ও সিগারেট তৈরির সরঞ্জাম সহ ১০ জনকে আটক করে। কারখানাটির চারিদিকে পাট ক্ষেত বেষ্টিত, সামনে একটি সরু রাস্তা যেটি তারা পালাক্রমে পাহারা দিত, যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে না আসে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত কারখানায় প্রস্তুতকৃত সিগারেট এবং সিগারেট তৈরির সরঞ্জাম একটি গোডাউনে সংরক্ষিত আছে বলে জানা যায়। আসামী হাসানের দেখানো মতে, নাটোর জেলাধীন বড়াইগ্রাম থানা এলাকার পাচবাড়ীয়া আব্দুল আজিজ মোল্লার মালিকানাধীন রাইস মিলের গোডাউন হতে আরো বিপুল সংখ্যক সিগারেট এবং সিগারেট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য- ৯,০৪,১৮,০০০/- নয় কোটি চার লক্ষ আঠার হাজার টাকা। চক্রটি বিভিন্ন নামি-দামি কোম্পানীর প্রস্তুতকৃত ট্রেড মার্ক জাল করে, ব্যান্ডরোল (শুল্ককর পরিশোধ স্টীকার) নকল করে সিগারেট প্রস্তুত করে তা বাজারজাত করে আসছে। চক্রটির সাথে জড়িত অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য গ্রেফতারকৃত আসামীদের দ্রুত রিমান্ডে নেওয়া হবে।
এসময় উদ্ধার হয়, স্টার সিগারেট০৮(আট) কার্টুন, লুজ সাদা সিগারেট ১০ কার্টুন ,সিগারেটের ফিল্টার ০৪ কাটুন ,সিগারেট তৈরির তামাক ৪০ কেজি ,স্টার সিগারেটের খালি প্যাকেট (খোল) ৩ কার্টুন, বড় গোল্ডলিফ সিগারেটের ১৪ কার্টুন, ছোট গোল্ডলিফ সিগারেটের ০৪কার্টুন,গোল্ডলিফ সিগারেটের খালি প্যাকেট ১০ কার্টুন, স্টার এর সিগারেটের খালি প্যাকেট ৩০ কার্টুন,পাইলট সিগারেটের খালি প্যাকেট ০৫ কার্টুন, সিগারেট তৈরীর আঠা (গাম) ০২(দুই) গ্যালন/ ২০(বিশ) কেজি, ব্যান্ডরোল (শুল্ককর পরিশোধের স্টীকার) ২,০০,০০০ পিছ ।