Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আওয়ামীলীগ নেতা ইসমাইল হত্যা মামলার ৩ আসামীর ২ দিনের রিমান্ড মজ্ঞুর

গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার এজেহার ভূক্ত তিন আসামীর দুই দিনের রিমান্ড মুজ্ঞুর করেছে আদালত।


বৃহস্পতিবার (২৭জুন) রাজশাহী জেলা আমলী আদালতের বিচারক রাসেল মাহমুদ রিমান্ড আবেদন মজ্ঞুর করেন।


জানা যায়, বৃহস্পতিবার বাদি পক্ষের আইনজীবি আসামীদের ৫ দিনের রিমান্ড আবেদন করে তাতে ২ নম্বর আসামী অসীম রেজা, ৪ নং আসামী মোস্তাক আহম্মেদ মেজর ও ৫ নম্বর আসামী শরিফ দুলাল সেতুকে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে ।

উল্লেখ্যঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ২০১৮ সালের পালপুর গ্রামের আওয়ামীলীগ নেতাকে ভোট কেন্দ্রে বিএনপির সন্ত্রাসী ক্যাডাররা পরিকল্পিত ভাবে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইসমাইল হোসেন ও তার ছেলেকে মারাত্বক ভাবে জখম করে। পরদিন ইসমাইল হোসেন রাজশাহী মেডিকেল হাসপাতলে মারা যান।

গত ২ জানুয়ারী ইসমাইলের স্ত্রী বিজনা বেগম ২২ জনকে আসামী করে মামলা দায়ের করে। এতে ১৮ জন আসামী আটক,২ জন পলাতক ও ২ জন জামিনে আছেন। 

Bootstrap Image Preview