Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন বউকে ঘরে তুলতে মেয়েকে বাড়ি ছাড়তে বললেন বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের উত্তরপ্রদেশের নয়ডা শহরে নতুন বিয়ে করা দুই বউকে ঘরে জায়গা করে দিতে নিজের মেয়ে ও তার স্বামীকে বাড়ি ছাড়তে বলেছেন মোহাম্মদ শাকিল নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, মেয়ে বাড়ি ছেড়ে যেতে না চাওয়ায় তাকে মারধরের অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। 

ন্যাক্কারজনক এই ঘটনায় ইতিমধ্যেই  গ্রেফতার  করা হয়েছে ৫৫ বছরের মোহাম্মদ শাকিল আনসারিকে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে মারা যান শাকিলের স্ত্রী মীরা বেগম। তার মৃত্যুর পর কয়েক মাস কাটতে না কাটতেই ১৬ বছরের এক মেয়েকে বিয়ে করেন তিনি। এখানেই শেষ নয়,আরও একটি বিয়ে করবে বলে জানিয়ে দেন তিনি।

পরে এই দুই নতুন বউকে ঘরে জায়গা করে দিতে নিজের মেয়ে ও তার স্বামীকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চাপ প্রয়োগ করেন তিনি।

এদিকে শাকিলের অত্যাচারের প্রতিবাদে সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয় তার মেয়ে জন্নাতি বেগম (২৮)। শাকিলকে জমি কেনা ও বাড়ি তৈরির জন্য তিনি ও তার স্বামী সাত লাখ টাকা দিয়েছের বলে দাবি করেছেন। তারপরেও বাবা তাকে বের করে দিতে পারে না বলে দাবি জান্নাতির।

 

 

Bootstrap Image Preview