Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় প্রেমঘটিত কারণে স্কুলছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ১০:৪৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


সাতক্ষীরার তালা উপজেলার খরাইল গ্রামে প্রেমঘটিত কারণে ৯ম শ্রেনীর স্কুলছাত্রী লাবনী মন্ডল (১৫) আত্মহত্যা করেছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে।

লাবনীর বাবা শুভংকর মন্ডল জানান, তার মেয়ে দেওয়ানীপাড়া সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। সে স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে একই গ্রামের বিকাশ মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে বাপ্পী মন্ডল তাকে উত্যক্ত করতো। গত দুই বছর আগে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে সালিশের মাধ্যমে বিকাশকে তারা বিষয়টি অবহিত করেন। তারপরেও বাপ্পী গোপনে লাবনীকে মোবাইল ফোন কিনে দিয়ে প্রায়ই প্রেমের আলাপ করে আসছিল।

বুধবার (২৬ জুন) রাতে বাপ্পী ও লাবনীর মধ্যে ফোন আলাপের সময় লাবনীকে উচ্চস্বরে কথা বলতে দেখে তার বাবা।

লাবনীর বাবা অভিযোগ করে বলেন, ফোন আলাপের ফলশ্রুতিতে তার মেয়ে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাবনী গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview