Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লা সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ১১:৫৯ AM
আপডেট: ২৮ জুন ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কুমিল্লার বিবির বাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রশান্ত কুমার দাশ নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী দাবী করা হয়েছে বিজিবি পক্ষ থেকে। 

এসময় ঘটনাস্থল থেকে চার হাজার ৩২৫ পিস ইয়ারা ট্যাবলেট ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে। শুক্রবার ভোর রাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করা হয়েছিল।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাদল চন্দ্র দাশের ছেলে প্রশান্ত কুমার দাশকে বৃহস্পতিবার বিকালে আটক করা হয়। মাদকদের একটি চালান যাবে তার এ স্বীকারোক্তি অনুসারে তাকে নিয়ে গভীর রাতে বিজিবি বিবির বাজার সীমান্তে অভিযান চালায়।

এসময় আগে থেকে ওঁত পেতে থাকা মাদক ব্যবসায়ীদের একটি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। বিজিবি পাল্টা গুলি চালালে প্রশান্ত আহত হয়। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview