সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাটে থ্রি হুইলার মহেন্দ্র’র চাপায় চার বছরের শিশু নাসিমা খাতুন নিহত হয়েছে। সে উপজেলা সুশীলগাথী গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা থেকে ছেড়ে আসা একটি মহেন্দ্র দেবহাটার গাজীরহাট অগ্রণী ব্যাংক সংলগ্ন আসলে শিশু নাসিমা রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয়।
স্থানীয়রা নাসিমাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় থ্রি হুইলার মহেন্দ্র চালক পারুলিয়ার নজরুল ইসলামের ছেলে আয়ুব হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ।