Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নকল ডিজিটাল নাম্বার প্লেট তৈরীর সরঞ্জামাদিসহ গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ১২:৩৭ PM

bdmorning Image Preview


রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের যানবাহনের নকল ডিজিটাল নাম্বার প্লেট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা দক্ষিণ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো.মামুন (৩০) ও মো. রনি (২৮)। ২৬ জুন ২০১৯ তারিখ ১৫.৩০ টায় কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া মাদ্রাসা রোড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত হতে যানবাহনের রেজিষ্ট্রেশনের নকল ডিজিটাল নাম্বার প্লেট তৈরীর লোহার তৈরী ডাইস মেশিন ১টি এবং নকল ডিজিটাল নাম্বার প্লেট তৈরীর কাজে ব্যবহৃত লোহার তৈরী বাংলায় বিভিন্ন অক্ষর ও সংখ্যা, সিলভারের সীট, লোহার তৈরী প্লেটসীট কাটিং মেশিন ১ টি, রিপিট গান ১টি ও ১টি হাতুড়ী উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীর  পূর্ব কাজীপাড়া এলাকায় যানবাহনের নকল ডিজিটাল নাম্বার প্লেট তৈরীর একটি চক্র কাজ করছে বলে সংবাদ পায় গোয়েন্দা  দক্ষিণ বিভাগের লালবাগ জোনাল টিম। এমন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে টিম লিডার অতিঃ উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতের নেতৃত্বে একটি দল ২৬ জুন ২০১৯ বিকাল ৩.৩০ টায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মালামালসহ দুই জনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা  জানায়, তারা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি ও মটর সাইকেলের নকল ডিজিটাল নাম্বার প্লেট তৈরী করে আসছে। অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার লক্ষে তারা বিআরটিএ এর অনুমোদন ছাড়া উপরোক্ত নকল উপকরন তৈরী করত।

 গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রুজু করা হয়েছে।

Bootstrap Image Preview