Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের সঙ্গে স্বার্থ আদায়ে আমরা এক চুলও ছাড় দেইনি: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


ভারতের সঙ্গে বৈরিতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া কঠিন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়ে এগোতে হবে। কিন্তু ভারতের সঙ্গে স্বার্থ আদায়ে আমরা এক চুলও ছাড় দেইনি।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে 'গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ' শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ১৯৬৬ সালে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' সঙ্গীত দিয়ে। আওয়ামী লীগের সম্মেলন-সঙ্গীত তখন ছিল 'আমার সোনার বাংলা'। পরে এটা আমাদের জাতীয় সঙ্গীত হয়।

আওয়ামী লীগের পথচলায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সম্পর্কে বলতে গিয়ে দলটির প্রচার সম্পাদক বলেন, দল হিসেবে মূল্যায়ন করলে তিনি আমাদের দলকে চারবার ক্ষমতায় এনেছেন। আর সরকার হিসেবে দেশের ক্ষেত্রে মূল্যায়ন করলে বলব- বাঙালির পরিচয় বদলে দিয়েছেন শেখ হাসিনা। আমাদের দরিদ্র বলার সুযোগ নাই। আমরা এখন মধ্যম আয়ের দেশ। বিশ্ব মিডিয়ায় আমাদের দেশকে আর অন্যতম দরিদ্র দেশ বলার সুযোগ নাই। তিনি আমাদের পরিচয় বদলে দিয়েছেন।

বিরোধী দলে আওয়ামী লীগের ভূমিকার কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে যখনই কোনো অন্যায় হয়েছে তখনই তার প্রতিরোধ করেছে। কোথাও নিপীড়ন হলে তার প্রতিবাদ করে নিজে নিপীড়িত ছিল। আমরা সব সময় জনগণের পক্ষে দাঁড়িয়েছে।

বাংলাদেশ জাতিসত্ত্বা অর্জনকে আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের জাতিসত্ত্বা কয়েক হাজার বছর আগে সৃষ্টি হলেও একটি জাতিরাষ্ট্র ছিল না। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের সৃষ্টি। জাতির পিতার নেতৃত্বে আমরা এই জাতিরাষ্ট্র অর্জন করি।

সেমিনার সঞ্চালনা করেন ব্যারিস্টার শাহ্ আলী ফারহাদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

Bootstrap Image Preview