Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভেনিজুয়েলার প্রেসিডেন্টের ছেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্র শুক্রবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস আর্নেস্টো মাদুরো গুয়েরার​ ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিকোলাস আর্নেস্টো তার বাবার ‘অবৈধ সরকারে’ পক্ষে কাজ করায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় । খবর এএফপি’র।

এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা নিকোলাস আর্নেস্টো মাদুরো গুয়েরার যেকোন সম্পদ জব্দের নির্দেশ দেয়া এবং ২৯ বছর বয়সী মাদুরোর এ ছেলের সঙ্গে মার্কিন কোন নাগরিকের বা প্রতিষ্ঠানের ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা জারি করে মার্কিন অর্থমন্ত্রী স্টিভান মুচিন বলেন,‘মাদুরো ভেনিজুয়েলার অর্থনীতি ও জনগণের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে তার ছেলে এবং তার স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠদের ওপর নির্ভর করে।’

কারাকাসের ভাষ্য অনুযায়ী, বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর নেতৃত্বে একটি ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর মাদুরো তার ক্ষমতা আরো পাকাপোক্ত করতে পদক্ষেপ নেয়ায় এটি ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ।

বিরোধী দল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদ নেতা গুয়াইদোকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রসহ আরো ৫০টির বেশি দেশ স্বীকৃতি দিয়েছে।

মাদুরোর ছেলের ব্যাপারে রাজস্ব বিভাগ জানায়, তিনি সরকারপন্থী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একজন সদস্য।

Bootstrap Image Preview