Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় শিক্ষা বৃত্তি দিল গাক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৮:০৮ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৮:০৮ PM

bdmorning Image Preview


বগুড়ায় হত দরিদ্র পরিবারের একাদশ ও দ্বাদশ শ্রেণির ১০১ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে বেসরকারি গ্রাম উন্নয়ন কর্ম সংস্থা (গাক)। 

শনিবার (২৯ জুন) দুপুরে শহরের বনানী এলাকায় নিজ কার্যালয়ে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকার একটি চেক তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় ঋণ কর্মসূচীর আওতায় উপকারভোগী সদস্যদের ছেলে-মেয়েদের মধ্যে যারা চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে তাদেরকেই শিক্ষা বৃত্তির জন্য নির্বাচন করা হয়।

গাকের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই ২০১২ সাল থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ ডিগ্রী অর্জনে সক্ষম হবে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে গাকে চাকরির সুযোগ দেওয়া হবে।

 

Bootstrap Image Preview