Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার দিনেদুপুরে ১৪ বছরের কিশোরকে কোপাল সন্ত্রাসীরা

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালা উপজেলায় অভিনব কায়দায় যাত্রীবেশে ব্যাটারী চালিত ভ্যানচালককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। 

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে কেশবপুর মঙ্গলকোট গ্রামের আব্দুল আহাদের পুত্র শাহীন (১৪) কে ধানদিয়ায় যাওয়ার কথা বলে ৩/৪ জন যুবক ভাড়া করে নিয়ে যায়।

ধানদিয়া কৃঞ্চনগর আমজামতলা নামক স্থানে পৌছানোর পর চালককে কুপিয়ে আহত করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে ভ্যানগাড়ীটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সন্ধায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধানদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার রমেশ চন্দ্র জানান, বেলা ১১টার দিকে ধানিদিয়া আমজামতলা নামক স্থান থেকে শাহিন নামের ওই ছেলেটিকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। সন্ত্রাসীরা তার মাথায় চারটি কোপ দিয়ে মৃত ভেবে রাস্তার ধারে একটি গর্তের মধ্যে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার জানান, যাত্রীবেশে ৩/৪ জন যুবক ঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। কারা এ ঘটনার সাথে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। আহত শাহিন বেঁচে আছেন। মারা যাওয়ার তথ্যটি সঠিক নয়।

তার উন্নত চিকিৎসার জন্য আজ (শনিবার ) সকালে ঢাকাতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আহত শাহিনের পিতা আব্দুল আহাদ বাদী হয়ে শনিবার দুপুরে পাটকেলঘাটা থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছে।

Bootstrap Image Preview