Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতকে যত রানের টার্গেট দিতে চান মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview


বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আগামী ২ জুলাই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচ ঘিরে ভারতকে হারানোর জন্য বিশেষ পরিকল্পনা করেছে টাইগাররা।

বিরাটদের  হারানোর জন্য বাংলাদেশের পরিকল্পনা কী? অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, '৩০০-৩২০ রানের মধ্যে ওদের আটকাতে হবে। আমরা আগে ব্যাট করলে অন্তত ৩৪০ করতে হবে। টপ অর্ডার ওদের বড় শক্তি। যে কারণে যত দ্রুত সম্ভব টপ অর্ডার ভেঙে ফেলতে হবে। আর ওদের নতুন বলের বোলারদের উইকেট বেশি দেওয়া যাবে না। দুই রিস্ট স্পিনার কুলদীপ ও চাহাল যখন আসবেন, তখন যেন আমাদের হাতে যথেষ্ট উইকেট থাকে।'

তবে সেমিফাইনালে উঠার সমীকরণটা খুব একটা সহজ নয়। বাংলাদেশ, পাকিস্তান না ইংল্যান্ড কে যাবে সেরা চারে সেটা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। 

তবে এই গাণিতিক হিসাব নিয়ে অতটা চিন্তিত নন মাশরাফি, 'পরিস্থিতর কারণেই অন্য ম্যাচগুলির দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। যতোই ওদিকে মন দিতে না চাই, অজান্তেই খেয়াল চলে যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজেদের কাজটুকু করতে পারা। সেদিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া। ভারতকে যদি হারাতে পারি, পরের ম্যাচে পাকিস্তানকে, তাহলে অন্তত নিজেদের কাজটুকু করতে পারার তৃপ্তি পাব।'

Bootstrap Image Preview