Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাস্তবে স্বামী-স্ত্রী যেসব তারকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


পর্দার জুটি যখন বাস্তবেও জুটি বাঁধেন তখন তাদের কেমিস্ট্রি সবকিছুকে ছাপিয়ে যায়। সিনেমার পর্দা কিংবা সিরিয়ালে অভিনয়শিল্পীরা অনেকের সঙ্গেই জুটি বাঁধেন। তাদের কেউ কেউ আবার পর্দার মানুষটিকেই বাস্তব জীবনের জুটি হিসেবে বেছে নেন। চলুন জেনে নেয়া যাক এমন কিছু দম্পতি সম্পর্কে-

১। রাজা-মধুবনিঃ স্টার জলসার ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালে জুটি বেঁধেছিলেন রাজা ও মধুবনি। সেখান থেকেই তাদের প্রেমের শুরু। বহুদিনের প্রেমের পর বিয়ে করেন তারা।

২। সৌরভ-মধুমিতাঃ দু’জনেই ছোটপর্দায় খুব জনপ্রিয়। বাংলা সিরিয়ালে পাখি নামটা জানেনা এমন কেউ নেই। সিরিয়ালের সেটেই আলাপ। সেখান থেকেই পাখিকে বিয়ে করে ঘরে তোলেন সৌরভ।

৩। রনিতা-সৌপ্তিকঃ রিল লাইফে অভিনয় করতে করতে একে অপরকে ভালবেসে ফেলেন তারা। সেই বন্ধনকে ভালোবাসায় রূপ দেন রনিতা ও সৌপ্তিক।

৪। ঋত্বিক-অপরাজিতাঃ সিরিয়াল দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন অপরাজিতা। অন্যদিকে জুনিয়র আর্টিস্ট থেকে আজ নামী অভিনেতা ঋত্বিক। ব্যক্তিজীবনে সুখের ঘর বেঁধেছেন তারা।

৫। পায়েল-দ্বৈপায়নঃ দু’জনেই সিরিয়ালে ভীষণ জনপ্রিয়। সিরিয়াল থেকেই আলাপ। সেই সেটের ভালোলাগা ভালোবাসায় রূপ নেয়। ভালোবাসার মানুষটিকে নিয়ে সারাজীবন সুখে থাকার প্রত্যয়ে বিয়ে করেছেন তারা।

Bootstrap Image Preview