ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রান তাড়া করা অবাক লেগেছে সৌরভ গাঙ্গুলীর।তাঁর মতে, হাতে ৫ উইকেট থেকে গেল কিন্তু রান তাড়া হলো না, এটা অবাক করার মতোই।
ভারতের সাবেক অধিনায়ক দোষ দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকেই, ‘পান্ডিয়া-ঋষভরা যেখানে আউট হয়ে চলে এল, সেখানে ধোনির একটা বড় ভূমিকা রাখার দরকার ছিল, কিন্তু সেটি সে করতে পারেনি।’
ভারতে যেভাবে রান তাড়া করেছে, সেটি নিয়ে হতাশ সৌরভ, ‘এর চেয়ে ভারত যদি ৩০০ রানে অলআউট হয়ে যেত, তাহলে এতটা খারাপ দেখাত না। কিন্তু হাতে ৫ উইকেট রেখে রান তাড়ায় অবাক হয়েছি।’
উল্লেখ্য, এজবাস্টনে ইংল্যান্ডের ৩৩৭ রানের জবাব ভারত শেষ অবধি হাতে ৫ উইকেট রেখে ৩০৬ রানে থামে।