গতকাল রবিবার ভারত যেভাবে খেলেছে, তা দেখে বিস্মিত হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। বিশেষ করে ধোনির গাঁ ছাড়া ব্যাটিং দেখে।ইংল্যান্ডের কাছে হারের পরেই সমালোচকদের তোপের কেন্দ্রে ধোনি । ভারতের গণোমাধ্যমগুলোও তাকে দারুণ সমালোচনার মুখে ফেলেছে।
শুধু ভারত নয়। ধোনির এমন খেলা দেখে পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস লিখেন, 'আপনি কে সেটা বড় বিষয় নয়। নিজেকে চেনানোর জন্য আপনি কী করছেন সেটাও ব্যাপার না। এমনকি পাকিস্তান সেমিতে যাবে কি যাবে না সেটাও আমার জন্য চিন্তার কারণ নয়। কিন্তু নিশ্চিত একটি বিষয় আমাকে খুব বিস্মিত করেছে। কিছু চ্যাম্পিয়ন দলের স্পোর্টসম্যানশিপের পরীক্ষা হয়ে গেল এবং তারা খুব বাজেভাবে এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে!'
'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' খ্যাত শোয়েব আখতার বেজায় চটে গেছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না ভারত এভাবে খেলবে! টুইটারে শোয়েব লিখেছেন, 'ভারতের আরও ভালো খেলার সামর্থ্য ছিল। প্রথম ১০ ওভারে যে আগ্রাসী মানসিকতা তারা দেখিয়েছে, তাতে ৫ উইকেট হাতে রেখে হেরে যাওয়া বিস্ময়কর! তারা সত্যিই অবাক করেছে।'
ভারত আর ইংল্যান্ডের এই ম্যাচে ভাগ্য জড়িয়ে ছিল পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলংকার। ইংল্যান্ডকে যদি ভারত হারিয়ে দিতে পারে, তাহলে এই তিন দলের সামনেই সেমিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো। কিন্তু উল্টো ভারতকে ৩১ রানে হারিয়ে দিয়ে সেমির লড়াইয়ে দারুণভাবে ফিরে এসেছে ইংল্যান্ড।