ঝিনাইদহের কালীগঞ্জে সাঁড়াশি অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোর থেকে সোমবার দুপুর পর্যন্ত মহেশপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মোস্তাক আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্মপাড়া গ্রামের ইয়াছিনের ছেলে দিলন, দামুড়হুদা উপজেলার পৌর এলাকার খাঁপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে তাহাজ উদ্দীন, কেদারগঞ্জ গ্রামের সিঅ্যান্ডবি পাড়ার মো. মোক্তার হোসেনের ছেলে মিজানুর রহমান পল্টু ও নূরনগর কলোনির মধু শেখের ছেলে রফিকুল ইসলাম।
কালীগঞ্জ থানায় ওসি ইউনুচ আলী বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় বিভিন্ন সময় মামলা দায়ের হয়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।