Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানী ঢাকার অবস্থান অস্ট্রেলিয়ার সিডনির উপরে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৪:৩৪ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের রাজধানীর অবস্থান অস্ট্রেলিয়ার সিডনির উপরে! তবে সেট থাকা, খাওয়ার খরচের হিসাবে। অর্থাৎ সিডনির চেয়েও ঢাকার থাকা-খাওয়ার খরচ বেশি। গবেষণা সংস্থা ‘মার্সার‘ কস্ট অফ লিভিং সার্ভের ফলাফল এই তথ্য প্রকাশ করেছে। ওই তালিকার ৪৮ এ অবস্থান ঢাকার।

ঢাকার পরের স্থান দখল করে আছে যুক্তরাষ্ট্রের বোস্টন আর তার পরেই রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি। এ তালিকার শীর্ষে রয়েছে হংকং আর তার পরেই রয়েছে জাপানের টোকিও শহর। এই তালিকায় ভারতের সস্তা শহর নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।রয়েছে তালিকার ১৯০তম স্থানে। আর সর্বনিম্ন অবস্থানে রয়েছে তিউনিশিয়ার রাজধানী তিউনিস।

বিশ্বের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কর্মীদের জীবনযাত্রার ব্যয় নিরূপণ করতে এই তালিকা প্রকাশ করে মার্সা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে ভিত্তি করে অন্যান্য শহরগুলোর জীবনযাত্রার ব্যয় হিসাব করে তারা। পাঁচটি মহাদেশের চার শতাধিক শহরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা এ তালিকা প্রকাশ করে। সে ক্ষেত্রে অন্তত ২০০ টি বিষয়ের তথ্য সংগ্রহ করে তারা। এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া, খাবার, পরিবহন ব্যায়, পোশাক, গৃহ সামগ্রী দাম, বিনোদন ইত্যাদি।মার্কিন ডলারের বিনিময় হারের উপর লক্ষ্য রেখে এসব বিবেচনায় নিয়ে এই তালিকা প্রকাশ করেছে মার্সা। ভারতের রাজধানী দিল্লি, মুম্বাই, চেন্নাই, পাকিস্তানের ইসলামাবাদ, করাচি, এমনকি ইতালির রাজধানী রোম কেও পিছনে ফেলেছে ঢাকার লিভিং কস্ট।

নিরাপত্তাহীনতা, যানজট ও নাগরিক সুযোগ সুবিধার দিক থেকে হতশ্রী অবস্থা বিরাজ করলেও ঢাকার বাসিন্দাদের দুনিয়ার অনেক ভালো শহরের চেয়েও বেশি ব্যয় করতে হয়

Bootstrap Image Preview