‘কিছু মানুষ’ সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে ‘বিপুল অর্থ’ খরচ করছে বলে মন্তব্য করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান । জাপানের ওসাকা নগরীতে জি২০ গ্রুপের শীর্ষ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান এরদোগান।
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সমালোচক হিসেবে পরিচিত জামাল খাশোগি গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি দূতাবাসে পাশবিক হত্যাকাণ্ডের শিকার হন। বিন সালমানের ঘনিষ্ঠ একজন গোয়েন্দা কর্মকর্তার নেতৃত্বে একদল ঘাতক ইস্তাম্বুলে গিয়ে ওই হত্যাকাণ্ড সম্পন্ন করে আবার রিয়াদে ফিরে যায়।
তুরস্কের প্রেসিডেন্ট এ সম্পর্কে আরো বলেন, বিন সালমানকেই খাশোগির হত্যাকারীদের বের করে দিতে হবে। এখনো ওই হত্যাকাণ্ডের কিছু রহস্য অনুদ্ঘাটিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সৌদি রাজ পরিবারের রোষাণল থেকে বাঁচার জন্য মৃত্যুর কয়েক বছর আগে খাশোগি আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন। সেখানে তিনি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন যেখানে সৌদি রাজা ও যুবরাজসহ রাজ পরিবারের অন্যায় আচরণের কথা স্থান পেত। ওয়াশিংটন পোস্ট গত বছরের নভেম্বরে মার্কিন গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে জানায়, সৌদি যুবরাজ বিন সালমানই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তবে রিয়াদ এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, কথিত একদল ‘স্বেচ্ছাচারী’ গোয়েন্দা কর্মকর্তা নিজেদের সিদ্ধান্তে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।