ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিতে উপ-আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরিফ সরকার পাভেল।
গত বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সুপারিশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৫১ সদস্য বিশিষ্ট ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগ শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়।
আরিফ সরকার পাভেলের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা মেন্দিপুর ইউনিয়ন জগন্নাথপুর গ্রামের হাওর এলাকায়।তিনি বঙ্গবন্ধু আইন পরিষদের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, আরিফ সরকার পাভেল পারিবারিকভাবে আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার বাবা মোঃ ইদ্রিস সরকার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
এদিকে আরিফ সরকার পাভেল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় নেত্রকোনা জেলাসহ বিভিন্ন উপজেলার ছাত্রলীগের সদস্যবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন।
এ বিষয়ে আরিফ সরকার পাভেল বলেন, আমার উপর আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাসাধ্যভাবে পালন করবো এবং সবার কাছে দোয়া কামনা করি।