Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের ঘোষণায় চটেছে চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ১০:০৯ AM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview


তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের ঘোষণায় চটেছে চীন। চীনের তরফ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনের উচিত ওয়েনের যুক্তরাষ্ট্র ভ্রমণে অনুমতি না দেওয়া। কেননা তাইওয়ান চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তাই অন্য দেশে তার সম্পর্ক উন্নয়নের কোনো অধিকার নেই। খবর রয়টার্সের।

চলতি মাসে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কূটনৈতিক সফরের পর যুক্তরাষ্ট্রে সফর করবেন প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। সোমবার তাইওয়ানের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

এই ঘোষণার পরই চীন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছে, আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাব, তারা যেন ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের অনুমতি বাতিল করে দেন। আর এটা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরেই করা উচিত।

পাশাপাশি এই সফরকে ঘিরে বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, চীনের অব্যাহত চাপে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তাইওয়ান। বিশ্বের মাত্র ১৭টি দেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

Bootstrap Image Preview