ফর্মে না থাকায় চলতি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে। যাতে ৯ ওভার বোলিং করে ৮৩ রান দিয়েছেন।
এজবাস্টনের উইকেটে স্পিন আক্রমণে খুব বেশি ভরসা নেই বাংলাদেশ দলের।তাই আবারো কপাল খুলে যেতে পারে রুবেল হোসেনের। অফ -স্পিনার মেহেদী হাসান মিরাজের পরিবর্তে তাকে একাদশে দেখা যেতে পারে।
এছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়েও সংশয় রয়েছে। আজ সকালে যদি নিজেকে ফিট মনে করেন, তাহলে খেলবেন তিনি। এর অন্যথায় হলে তাঁর পরিবর্তে সাব্বির রহমান ঢুকবেন একাদশে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদ উল্লাহ/সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।