Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাপ্তাইয়ে মা-মেয়েকে গুলি করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি এলাকায় মা ও মেয়েকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন।

নিহতরা হলেন- সুই খই মাররা (৬০) ও তার মেয়ে ম্য সাং নু মারমা (২৯)।

ওসি আশরাফ উদ্দীন জানান, কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার রাইখালীতে নিজ বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রাঙ্গামাটি হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে ঠিক কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।

Bootstrap Image Preview