সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হাই ভোল্টেজ এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রানে করেছে ভারত। জয়ের জন্য টাইগারদের ৩১৫ রান দরকার।
এই দিন ব্যাটিংয়ের শুরুতেই মোস্তাফিজের বলে ক্যাচ তোলে রোহিত শর্মা। কিন্তু ডিপ মিড উইকেট থেকে সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন তামিম ইকবাল।
নতুন জীবন পেয়ে ব্যাটিংয়ে জ্বলে উঠেন রোহিত ১০৪ রানের বিরাট এক ইনিংস খেলে সৌম্যর বলে ক্যাচ আউট হন।
রোহিতের বিদায়ের পর সেঞ্চুরির লক্ষে ব্যাটিং করতে থাকেন রাহুল। কিন্তু রাহুলের সেই সেঞ্চুরি থেকে বঞ্চিত করেন রুবেল। ব্যাট হাতে রাহুল করেন ৭৭ রান।
এরপর ৩৮ ওভারে মাথায় বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে আউট করেন মোস্তাফিজ। মেডিন ওভারে মোস্তাফিজের এই জোড়া উইকেটে ঘুরে যায় টাইগারদের খেলার মোড়।
বল হাতে মোস্তাফিজ ১০ ওভারে ৬০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস,সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।