Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর মৃত্যুর ৬ ঘন্টার মধ্যে চলে গেলেন স্ত্রীও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জের আড়াইহাজারে বার্ধক্যজনিত কারণে স্বামী ইদ্রীস আলীর মৃত্যুর ৬ ঘন্টার মাথায় তার স্ত্রী রেজিয়া বেগমের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয় পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নিকটাত্মীয় আহসান উল্যাহ জানান, মঙ্গলবার রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে স্থানীয় বারদী ইউপির সাবেক চেয়ারম্যান আলী আজগরের বাবা হাজী ইদ্রীস আলীর মৃত্যু হয়। সকাল ৯টায় তার দাফন সম্পন্ন হয়।

স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী রেজিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কত্যর্বরত চিকিৎসক ডা: আরিফ ও ডা: জাহাঙ্গীর আলম তাকে মৃত ঘোষণা করেন।

ডা: আরিফ বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview