ভারতের কাছে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার স্বপ্ন শেষ হলো টাইগারদের।
সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। হাই ভোল্টেজ এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রানে করে ভারত।
ভারতের দেওয়া ৩১৫ রানের লক্ষে ব্যাটিং করতে করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই সব উইকেট হারিয়ে ২৮৬ রান করে টাইগাররা। খেলার শেষ বেলা সাইফউদ্দিনের ব্যাটিংয়ের জয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য সাইফউদ্দিনের ৫১ রানে অপরাজিত থাকতে হলো।
বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোরঃ ২৮৬/১০
তামিম(২২), সৌম্য(৩৩), মুশফিক(২৪), লিটন(২২),সাকিব(৬৬), মোসাদ্দেক(৩),সাব্বির(৩৬), সাইফউদ্দিন(৫১)*, মাশরাফি(৮), রুবেল(৯), মোস্তাফিজুর(০)।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস,সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।