Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করবে: গওহর রিজভী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০১:১০ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview


ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করবে এবং পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

আজ বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তন প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সহযোগিতা শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. গওহর রিজভী বলেন, ‘গত এক দশকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা এবং জনসংযোগ প্রভৃতি।’

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক অনন্য উচ্চতায় রয়েছে। উভয় দেশই কানেক্টিভিটি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তার সহযোগিতার ক্ষেত্রে একযোগে কাজ করছে।

Bootstrap Image Preview