Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজশাহী মহানগরীর একটি ডোবায় ইয়াদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ধরমপুর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ইয়াদুল ইসলাম এক সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন। ইয়াদুলের বাড়ি ধরমপুর মহল্লাতেই। তার মরদেহে পঁচন ধরেছিল। তাই কীভাবে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নগরীর মতিহার থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, সকালে ময়লা-আবর্জনায় ভর্তি ডোবায় মরদেহটি ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ইয়াদুলের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview