বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অম্বাতি রায়ডু।
প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই, তবে আইপিএলে এখনও খেলা চালিয়ে যাবেন রায়ডু।
বিশ্বকাপের মঞ্চে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে প্রাথমিকভাবে রায়ডুকেই ভেবেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজে হঠাতই তাল কাটে রায়ডুর পারফরম্যান্সে।
গত দু’বছর ধরে ধারবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়ে আসা রায়ডু চরম ব্যর্থ হন অজিদের বিরুদ্ধে প্রথম ৩টি ওয়ান ডে-তে। এরপর সিরিজের শেষ ২টি ওয়ান ডে ম্যাচে দল থেকে বাদ পড়েন রায়ডু। অস্ট্রেলিয়া সিরিজে পারফরম্যান্সের প্রভাব প্রতিফলিত হয় বিশ্বকাপের দল নির্বাচনে।
আন্তির্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে খেলা চালিয়ে যাবেন তিনি। দেশের জার্সি গায়ে ৫৫টি ওয়ান ডে ম্যাচে ৩টি শতরান সহ রায়ডুর সংগ্রহ ১৬৯৪ রান। গড় ৪৭.০৫।