Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অতিরিক্ত তেল বোঝাই ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৫০ ও আহত ১০১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অতিরিক্ত তেল বোঝাই একটি ট্যাংকার বিস্ফোরিত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ১০১ জন।

সোমবার (১ জুলাই) বিকেলে নাইজেরিয়ার বেনু রাজ্যের আহুম্বে এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, ধারণ ক্ষমতার অতিরিক্ত তেল বোঝাই একটি ট্যাংকার ক্ষতিগ্রস্থ রাস্তায় উল্টে যায়। তারপর স্থানীয়রা সেই ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে গেলে বিস্ফোরণ ঘটে। ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেলের কারণে আশেপাশের অনেক দোকানেই আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু হয় এবং আহত হন ১০১ জন।

বেনু রাজ্যের সরকারি মুখপাত্র জানায়, আহত অনেকের অবস্থা সংকটাপণ্ন। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

যদিও উৎপাদিত তেল সড়কপথে পরিবহন করার কারণে নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণ একটি নিয়মিত ঘটনা। 

Bootstrap Image Preview